রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম আর নেই

- আপডেট সময় : ১০:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত রাজাবাড়িহাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম(৬০) ইন্তেকাল করেছেন ( ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহে রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, রেজাউল করিম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন আজ শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে গোদাগাড়ী উপজেলার তালধারী গ্রামে নিজ বাড়িতে তিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন গুণাবলী রেখে গেছেন।
বিকেল ৪ টার সময় তালধারী গোরস্থানে জানাজা সম্পূর্ণ হয়েছে। জানাজার নামাজ পড়ান শায়খ নুহির উদ্দিন পীর সাহেব ।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রাজাবাড়িহাট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান, রাজাবাড়িহাট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাফু রুদ্দিন, রাজাবাড়িহাট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, অধ্যাপক মুজিবুর রহমানসহ শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারন ও ওই কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৯৫ সালে রেজাউল করিম রাজাবাড়িহাট ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন, ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজাবাড়ীহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।