ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজশাহী রেলস্টেশনে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

রানিং স্টাফদের কর্মবিরতির কারনে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহীর শিরোইল রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়ে ছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে সুমনকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে কয়েকশো যাত্রী বিক্ষোভ করেন। তারপর তারা স্টেশনে ভাঙচুর চালান। সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনার মূলহোতা বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, মঙ্গলআর দিবাগত রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে আনা হয়েছে। রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেন।এদিকে, বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী রেলস্টেশনে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

রানিং স্টাফদের কর্মবিরতির কারনে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহীর শিরোইল রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়ে ছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে সুমনকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে কয়েকশো যাত্রী বিক্ষোভ করেন। তারপর তারা স্টেশনে ভাঙচুর চালান। সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনার মূলহোতা বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, মঙ্গলআর দিবাগত রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে আনা হয়েছে। রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেন।এদিকে, বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।