ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের সেবার দায়িত্বে না থেকেও ট্রলি ঠেলছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। এতে রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নির্ধারিত মজুরি দিচ্ছে।

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এ অনিয়মের চিত্র দেখতে পায়। এছাড়া হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক। এছাড়া ওষুধ ব্যবস্থাপনায় গড়মিলের অভিযোগে রামেক হাসপাতালের আউটডোর ডিসপেনসারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলাম ও মেইন স্টোরের ফার্মাসিস্ট মীর শহিদুল ইসলামের বিরুদ্ধেও তদন্ত করছে দুদক।

অভিযোগে বলা হয়, শর্ট স্লিপে ওষুধের হিসাব মেলেনি—বিশেষ করে মন্টিলুকাস, মেটফরমিন, ওরস্যালাইন, প্যারাসিটামলসহ বেশ কিছু ওষুধে গড়মিল রয়েছে। এই অভিযোগ যাচাইয়ে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে সঙ্গে নিয়ে যায়।

দুদকের সহকারী পরিচালক বলেন, “দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নিয়ম বহির্ভূতভাবে ট্রলি পরিচালনা করছে। অ্যাম্বুলেন্স ভাড়াতেও অনিয়ম রয়েছে। এ বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। ওষুধের অনিয়ম নিয়ে আমরা এখনই চিন্তিত নই, এসব অভিযোগ প্রায়ই আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের সেবার দায়িত্বে না থেকেও ট্রলি ঠেলছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। এতে রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নির্ধারিত মজুরি দিচ্ছে।

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এ অনিয়মের চিত্র দেখতে পায়। এছাড়া হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক। এছাড়া ওষুধ ব্যবস্থাপনায় গড়মিলের অভিযোগে রামেক হাসপাতালের আউটডোর ডিসপেনসারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলাম ও মেইন স্টোরের ফার্মাসিস্ট মীর শহিদুল ইসলামের বিরুদ্ধেও তদন্ত করছে দুদক।

অভিযোগে বলা হয়, শর্ট স্লিপে ওষুধের হিসাব মেলেনি—বিশেষ করে মন্টিলুকাস, মেটফরমিন, ওরস্যালাইন, প্যারাসিটামলসহ বেশ কিছু ওষুধে গড়মিল রয়েছে। এই অভিযোগ যাচাইয়ে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে সঙ্গে নিয়ে যায়।

দুদকের সহকারী পরিচালক বলেন, “দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নিয়ম বহির্ভূতভাবে ট্রলি পরিচালনা করছে। অ্যাম্বুলেন্স ভাড়াতেও অনিয়ম রয়েছে। এ বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। ওষুধের অনিয়ম নিয়ে আমরা এখনই চিন্তিত নই, এসব অভিযোগ প্রায়ই আসে।