সংবাদ শিরোনাম ::
জনকল্যাণের স্বার্থে
রাজশাহী দুরন্ত দৃষ্টির সেবার সংগঠনের ভ্রাম্যমান গাড়িতে ডিম বিক্রয়
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী //
- আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দাম বৃদ্ধি পাওয়া। রাজশাহী দুরন্ত দৃষ্টির সেবার সংগঠনের উপদেষ্ঠা জহুরুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সভাপতি তারিনা ইসলামের উদ্যোগে ২১ নভেম্বর, থেকে নগরীর বাজারের বিভিন্ন পয়েন্টে সাশ্রয়ী মূল্যে জনকল্যাণমূলক ভ্রাম্যমান গাড়িতে বিক্রয় করা হচ্ছে ডিম।
স্থানীয় বাজার ঘুরে জানা গেছে, সাদা ডিম হালি-৪৮ টাকা ও লাল ডিম ৫২-৫৫টাকা করে বিক্রয় হচ্ছে। অথচ দুরন্ত দৃষ্টির সেবার সংগঠন বাজারের সাদা ডিম ৪৪ ও লাল ডিম ৪৭ টাকা ধরে বিক্রয় করছে।
জনকল্যাণের স্বার্থে সহযোগিতায় করে আসছেন, দুরন্ত দৃষ্টির সেবার সংগঠনের সাধারণ সম্পাদক জনি,সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদিকা রিজিয়া খাতুন, প্রচার সংগঠক সুমন,তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর। এছাড়া প্রতিষ্ঠানের সদস্য ওমর আলী, আকাশ, ও বাপ্পা প্রমুখ।