রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা উদযাপন

- আপডেট সময় : ০১:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করেছে রাজশাহী জেলা পরিষদ। আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান ও রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। পুস্পস্তবক অর্পণ শেষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদের অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, হিসাব রক্ষক খ. মু. মোস্তাফিজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো: আলেফ আলী, উচ্চমান সহকারী মোঃ আইয়ুবুর রহমান-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।