ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগের সভাপতি, বিএনপির সম্পাদকের জয়লাভ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের পরিষদ থেকে আইনজীবী ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি পরিষদ থেকে আইনজীবী জমসেদ আলী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।

নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়।

এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন।

দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগের সভাপতি, বিএনপির সম্পাদকের জয়লাভ

আপডেট সময় : ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের পরিষদ থেকে আইনজীবী ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি পরিষদ থেকে আইনজীবী জমসেদ আলী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।

নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়।

এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন।

দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।