রাজশাহীতে ৮শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

- আপডেট সময় : ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ৮শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামের একজনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশ । গ্রেপ্তারকৃত মান্নান রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশ সুপার রুহল কবির খান মঙ্গলবার সকাল ১১ টার দিকে নৌ পুর্লিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারুপুর গ্রামের বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে আটক করা হয়। এই সময় তার কাছে থাকা একটি প্ল্যাস্টিরেক সাদা ময়লা বাজারের ব্যাগের ভিতর রক্ষিত লাল সবুজ চেকের গামছা দ্বারা মোড়ানো অবস্থায় ৮০ পাতায় থাকা মোট ৮০০ টি ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার রেজাসহ অন্যান পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।