রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে
রাজশাহীতে চালু হলো স্টার সিনেপ্লেক্স। জমকালো আয়োজনের মধ্য দিয়ে নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল প্রমুখ। পরে অতিথিদের নিয়ে কেক কাটেন মন্ত্রী।
রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স চালু করার বিষয়ে মাহবুব রহমান রুহেল বলেন, রাজশাহী দেশের ঐতিহ্যবাহী একটি শহর। এখানে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন, যারা স্টার সিনেপ্লেক্সের মতো একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। এছাড়া আমরা চেষ্টা করছি স্টার সিনেপ্লেক্সকে দেশব্যাপী ছড়িয়ে দিতে, যাতে সারাদেশের মানুষ বিশ্বমানের সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ পায়। স্টার সিনেপ্লেক্সের শাখা চালুর মধ্য দিয়ে রাজশাহীতে হারিয়ে যাওয়া সেই বিনোদনের নতুন দিগন্ত আবারও উন্মোচিত হলো। দীর্ঘ চার বছরেরও অধিক সময় পর অপেক্ষার অবসান ঘটলো নগরবাসীর। ফলে রাজশাহীর সিনেমাপ্রেমীরা ব্যাপক উচ্ছ্বসিত। তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
স্টার সিনেপ্লেক্সের পর্দায় হলিউডের সিনেমা ‘অ্যাভাটার-২’ প্রদর্শন করা হয়। অতিথিরা কিছুক্ষণ তা উপভোগ করেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দুপুর ও বিকাল দুই শিফটে টুডি ও থ্রিডি সিস্টেমে সিনেমা দেখার সুযোগ থাকছে এখানে। সকাল শিফটে টুডি টিকিটের দাম ২৫০ টাকা। বিকালে থ্রিডি টিকিটের দাম ৩০০ টাকা।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের একটি হল নিয়ে নির্মিত হয়েছে এই সিনেপ্লেক্স। এর আসন সংখ্যা ১৭২টি। এখানে নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।