রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতি মেলা সমাপ্ত
- আপডেট সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে
রাজশাহীতে তিন দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত অমরেশ রায় চৌধুরী, রাজশাহী মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. অলীউল আলম।
অনুষ্ঠানে দুই জনকে সম্মাননা স্বারক তুলেন বাংলা একাডেমি সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত অমরেশ রায় চৌধুরীকে জেলা প্রশাসক আব্দুল।