সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা দিল সেনাবাহিনী

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক //
- আপডেট সময় : ১১:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রাজশাহী আর্মি ক্যাম্প, ৪০ ইস্ট বেঙ্গল মেকানাইজডের তত্বাবধানে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে চিকিৎসা সেবা কার্যক্রম চলে। এ সময় চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি। রাজশাহী সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সাদিক জানান, মেডিকেল ক্যাম্পে তাদের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সারাদিন যত রোগী এসেছেন, তাদের সবাইকেই চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।