রাজশাহীতে দরিদ্র প্রতিবন্ধীনারী ও তার পরিবারকে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০২:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
বর্তমানে রাজশাহীতে শীতে দরিদ্র প্রতিবন্ধী জনগোষ্ঠী জরর্জীণ জীবন-যাপন করছে। তাদের শীত নিবারনের জন্য চলতি বছরের জানুয়ারী মাসে এই পর্যন্ত অপরাজিতা প্রতিবন্ধী নারীসংস্থা (ও পি এন এস) এর দরিদ্র প্রতিবন্ধীনারী ও তার পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সমবার নগরীর রাজশাহী চিড়িয়াখানা প্রধান গেটের সমানে সামনে সোমবার (৩০ জানুয়ারি) সকালে অপরাজিতা প্রতিবন্ধী নারীসংস্থা রাজশাহী’র আয়োজনে ও বি জি বি সেক্টরসদর দপ্তর, রাজশাহী’র সহযোগীতায় ১৫০ জন দরিদ্র প্রতিবন্ধী নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অপরাজিতা প্রতিবন্ধী নারী সংস্থার সভাপতি মোসাঃশারমিন বেগম এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক অপারেশন মেজর আবুল বাশার মোঃ মোশররফ হোসেন, জি+।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা প্রতিবন্ধী নারী সংস্থা উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান চৌধুরী রাসেল। এছাড়াওউপস্থিত ছিলেন এডিডি ইন্টান্যাশনাল বাংলাদেশ, রাজশাহীর ফিল্ড কো-অর্ডিনেটোর মোসাঃ নাহিদা সুলতানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংস্থার সদস্যগণরা ও গণমাধ্যামকর্মীরা।