রাজশাহীতে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
বর্তমানে রাজশাহীতে তীব্র শীত প্রকোট আকার ধারন করায় দরিদ্র প্রতিবন্ধী জনগোষ্ঠী জরর্জীণ জীবন-যাপন করছে। তাদের তীব্র শীত নিবারনের জন্য চলতি বছরের জানুয়ারী মাস হতে এই পর্যন্ত রজনী গন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (আরপি ইউ এস)এর উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসক এর সহযোগীতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে এবং চলতি মাসে আরও শীতবস্ত্র প্রদান করা হবে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২১ জানুয়ারি) বিকালে রাজশাহী চিড়িয়াখানা পার্কের গেটের সামনে সংস্থার কার্যালয়ে রাজশাহী রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়নসংস্থা (আরপি ইউ এস) এর আয়োজনে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী রাসেলে’র সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সপুরা সিল্কমিলস লিমিটেড পরিচালক মোঃ সাজ্জাদ আলী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিরিন সুলতানা, সমাজসেবী জেসমিন আরা বিউটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা(আরপি ইউ এস) সাধারন সম্পাদক মোসাঃ শারমিন বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্যগণরা ও গণমাধ্যামকর্মী।