সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে চার দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক //
- আপডেট সময় : ১১:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। বৃহস্পতিবার (২২ মে) সকালে আধা ঘন্টা সকল ওষুধের দোকান বন্ধ রেখে জেলার শাখার আয়োজনে মহানগরীর লক্ষিপুরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ফার্মেসীর অর্ধশতাধিক ব্যবসায়ী অংশ নেন। এসময় মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরে ঔষধ ব্যবসায়ীরা বলেন,সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। এই চারটি দাবি মানা না হলে আগামীতে জেলা ও উপজেলাজুড়ে সকল ঔষধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন মানববন্ধনে বক্তারা।