সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে চক্ষু হাসপাতালের গেটের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, আহত ১ু
নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
নিয়ন্ত্রণ হারিয়ে মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখপাড়া লায়ন্স চক্ষু হাসপাতালের গেটের সঙ্গে ধাক্কা খেয়ে এক প্রাইভেট কার চালক আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন রাজপাড়া থানাধীন শ্রীরামপুর এলাকার সাধনের পুত্র স্বাধীন (৩৮)।
জানা গেছে, স্বাধীন নগরীর সিএন্ডবির মোড়ে জুসের ব্যবসা করেন। সাম্প্রতি তিনি একটি প্রাইভেট কার কিনেন। গতকাল রাতে সাহেববাজার থেকে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালের গেটের সঙ্গে ধাক্কা মারে। এতে গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও স্বাধীন আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।