রাজশাহীতে কর্মচারি কল্যাণ সমিতির সদস্যদের চেক বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা অসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি(অসকস)এর আবেদনকারী সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেকবিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় চেকবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ১০৫ জন অসকস সদস্যের মাঝে ৬ লাখ ৩৫ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করেন।
এর মধ্যে শিক্ষা বৃত্তি হিসেবে ২৩ জনকে ১ লাখ ৫৬ হাজার টাকা, চিকিৎসার জন্য ৪২ জনকে ২লাখ ৭৩ হাজার ৭০০ টাকা এবং অনুদান হিসেবে ৪৪ জনের হাতে ২লাখ ৬১হাজার টাকার চেক তুলে দেন তিনি। রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও রাজশাহী জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি (অসকস)এর সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০২২ সালের কেন্দ্রীয় সমিতি হতে বরাদ্দপ্রাপ্ত অনুদানের অর্থ রাজশাহী অসকস কল্যাণ সমিতির সদস্যদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।