রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভা ২৫ ফেব্রুয়ারি
- আপডেট সময় : ০৩:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে রাজশাহীতে বিভাগীয় জনসভা করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বুধবার সন্ধ্যায় শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি এই তথ্য জানিয়েছেন।
এর আগে দলীয় কার্যালয় মিলনায়তনে এমপি বাদশার রাজনৈতিক জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নির্মিত ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে পরিবেশন করা হয়। এসময় ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন বন্ধু সংগঠনের নেতাকর্মীরা পরিবেশিত ডকুমেন্টারি উপভোগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভার আয়োজন করা হবে। যেখানে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হবে। ওয়ার্কার্স পার্টির একাধিক কেন্দ্রীয় নেতা এই জনসভায় বক্তৃতা করবেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
সভায় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য আইনজীবী আবু সাঈদ, আবদুর রহিম, সিরাজুর রহমান খান, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক সীতানাথ বণিক, মতিহার থানার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহমখদুম থানার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রেজা, মহানগর সদস্য ইসমাইল হোসেন, জেলা নারী মুক্তি সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।