ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

রাজশাহীতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার,অপহরকারী গ্রেপ্তার

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বছরের এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের মূলহোতা মোঃ বিশালকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। বিশাল ওই এলাকার আলমের ছেলে। গত ১ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ভিকটিমকেউ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ভিকটিমের সাথে আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়ীতে নিয়মিত যাতায়াত করত বিশাল। বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। গত ২৪ জুন সকাল আনুমানিক ৯ টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হলে বিশালসহ আরও কয়েকজন কাটাখালী থানাধীন চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হতে উক্ত ভিকটিমকে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে। এর পর ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বললে ফেরত দিবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করতে থাকে। পরবর্তীতে ২৬ জুন কাটাখালী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। এপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এর একটি আভিযানিক দল অপহরনকারীদের গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকে। শেষে গত মঙ্গলবার বিকেলে কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠালবাড়িয়া হতে অপহরণ এর মূলহোতা বিশালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার,অপহরকারী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বছরের এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের মূলহোতা মোঃ বিশালকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। বিশাল ওই এলাকার আলমের ছেলে। গত ১ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ভিকটিমকেউ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ভিকটিমের সাথে আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়ীতে নিয়মিত যাতায়াত করত বিশাল। বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। গত ২৪ জুন সকাল আনুমানিক ৯ টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হলে বিশালসহ আরও কয়েকজন কাটাখালী থানাধীন চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হতে উক্ত ভিকটিমকে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে। এর পর ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বললে ফেরত দিবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করতে থাকে। পরবর্তীতে ২৬ জুন কাটাখালী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। এপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এর একটি আভিযানিক দল অপহরনকারীদের গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকে। শেষে গত মঙ্গলবার বিকেলে কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠালবাড়িয়া হতে অপহরণ এর মূলহোতা বিশালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়।