সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে অলিম্পিক দিবস উপলক্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে অলিম্পিক দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল করিম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুবসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং পৃষ্ঠপোষকেরা অংশ নেন। এরপর পতাকা উত্তোলন করা হয়।