সংবাদ শিরোনাম ::
‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ২১ আগস্টের মামলায় তারেক জিয়ার নাম’
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১১:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ২১শে আগস্টের মামলায় তারেক রহমানের নাম জড়ানো হয়েছে। ২১শে আগস্টের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হয়নি।
সোমবার (২১ আগস্ট ) সকালে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে, জনগণকে সাথে নিয়ে জয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এসময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচীও ঘোষণা করা হয় এসময়। সূচি অনুযায়ী পহেলা সেপ্টেম্বর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়েছে।