ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ: আইজিপি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৮১ বার পড়া হয়েছে

গত কয়েক দিনে রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনার কারণ পুলিশ খতিয়ে দেখছে। এর পেছনে যদি কোনো নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মিলিক সমিতি প্রায় ৬০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।
আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা প্রদান করছে, তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দোকান মালিকগণ একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে কয়েক হাজার দোকান পুড়ে ব্যবসায়ী এবং কর্মচারীরা নিঃস্ব হয়ে গেছেন। আজকেও ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যখন দোকান মালিক এবং কর্মচারীরা তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে, এখন তারা নিজেরাই বিপদের মধ্যে আছেন। তারপরও তারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সমাজের প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি যদি তাদের মতোই এই উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে আমাদের সামনে যে ঈদ সেটা সত্যিকার অর্থেই সবার জন্য একটা আনন্দময় দিন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ: আইজিপি

আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

গত কয়েক দিনে রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনার কারণ পুলিশ খতিয়ে দেখছে। এর পেছনে যদি কোনো নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মিলিক সমিতি প্রায় ৬০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।
আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা প্রদান করছে, তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দোকান মালিকগণ একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে কয়েক হাজার দোকান পুড়ে ব্যবসায়ী এবং কর্মচারীরা নিঃস্ব হয়ে গেছেন। আজকেও ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যখন দোকান মালিক এবং কর্মচারীরা তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে, এখন তারা নিজেরাই বিপদের মধ্যে আছেন। তারপরও তারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সমাজের প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি যদি তাদের মতোই এই উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে আমাদের সামনে যে ঈদ সেটা সত্যিকার অর্থেই সবার জন্য একটা আনন্দময় দিন হবে।