ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রনি রাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কারী এবং ব্লাকমেলিং এর হোতারা জেলহাজতে

শফিকুজ্জামান তুহিনঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

ঢাকার এক গার্মেন্টস ব্যাবসায়ীর করা অর্থ আত্মসাত, প্রতারনা এবং ব্লাকমেলিং এর মামলায় , মামলা নং সি আর ২৭৭/২২ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -১৭, ঢাকা মহানগর আদালত, ২ নং আসামী গোলাম রাব্বানীকে, পিতা -মোঃ মজিবর
রহমান,সাং- কয়াশ, পোঃ- ছাতরা, থানা – নিয়ামতপুর,জেলা -নওগাঁ। গত ১ /৮/২০২৩ এ জেলহাজতে প্রেরন করেন এবং অপর ১ নং আসামী মোঃ আক্তারুজ্জামান, পিতা – মোঃ গোলাম মোস্তফা, সাং – পচামাড়িয়া, পোঃ- পচামাড়িয়া, থানা -পুঠিয়া, জেলা-রাজশাহী।

প্রিন্সের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম অব্যহত রইবে বলে আদেশ দেন। উল্লেখ্য এই দুই প্রতারকের কাজই বিভিন্ন অর্থ বিত্তশালী লোকদের টার্গেট করে শিকারে পরিণত করা। বিভিন্ন ভাবে তাদের সাথে মিশে তাদের বিপদে ফেলে অর্থ দাবী
করা। বিভিন্ন জেলাতে তাদের নামে মামলা রজু করা রয়েছে। উক্ত ঘটনার পর হইতে আসামী এবং তাদের সহযোগীরা গা ঢাকা দিয়েছে। তাদের নিজস্ব এলাকায় যোগাযোগ করা হলে সাধারন মানুষ জানায় তাদের পূর্বে ও এমন বহু কাজের অভিযোগ আছে এবং একাধিক ভুক্তভোগী তাদের পরিচয় গোপন রেখে আশংকা প্রকাশ করছে তারা যদি প্রভাব খাটিয়ে বেচে যায় বা বিচারিক আওতায় না আনা যায় তাহলে বহু লোক ক্ষতির স্বীকার হবে।

এমন অনেক লোক তাদের আতংকে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে যোগাযোগ করা হলে উনারা যানায় বিষয়টা প্রশাসনের তদন্তে আছে, সময় হলেই প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রনি রাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কারী এবং ব্লাকমেলিং এর হোতারা জেলহাজতে

আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

ঢাকার এক গার্মেন্টস ব্যাবসায়ীর করা অর্থ আত্মসাত, প্রতারনা এবং ব্লাকমেলিং এর মামলায় , মামলা নং সি আর ২৭৭/২২ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -১৭, ঢাকা মহানগর আদালত, ২ নং আসামী গোলাম রাব্বানীকে, পিতা -মোঃ মজিবর
রহমান,সাং- কয়াশ, পোঃ- ছাতরা, থানা – নিয়ামতপুর,জেলা -নওগাঁ। গত ১ /৮/২০২৩ এ জেলহাজতে প্রেরন করেন এবং অপর ১ নং আসামী মোঃ আক্তারুজ্জামান, পিতা – মোঃ গোলাম মোস্তফা, সাং – পচামাড়িয়া, পোঃ- পচামাড়িয়া, থানা -পুঠিয়া, জেলা-রাজশাহী।

প্রিন্সের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম অব্যহত রইবে বলে আদেশ দেন। উল্লেখ্য এই দুই প্রতারকের কাজই বিভিন্ন অর্থ বিত্তশালী লোকদের টার্গেট করে শিকারে পরিণত করা। বিভিন্ন ভাবে তাদের সাথে মিশে তাদের বিপদে ফেলে অর্থ দাবী
করা। বিভিন্ন জেলাতে তাদের নামে মামলা রজু করা রয়েছে। উক্ত ঘটনার পর হইতে আসামী এবং তাদের সহযোগীরা গা ঢাকা দিয়েছে। তাদের নিজস্ব এলাকায় যোগাযোগ করা হলে সাধারন মানুষ জানায় তাদের পূর্বে ও এমন বহু কাজের অভিযোগ আছে এবং একাধিক ভুক্তভোগী তাদের পরিচয় গোপন রেখে আশংকা প্রকাশ করছে তারা যদি প্রভাব খাটিয়ে বেচে যায় বা বিচারিক আওতায় না আনা যায় তাহলে বহু লোক ক্ষতির স্বীকার হবে।

এমন অনেক লোক তাদের আতংকে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে যোগাযোগ করা হলে উনারা যানায় বিষয়টা প্রশাসনের তদন্তে আছে, সময় হলেই প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।