ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজের সকল আরোহীর মৃত্যৃ ঘটেছে। অপরদিকে হেলিকপ্টারে থাকা তিন সেনাও মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুর্ঘটনাটি ঘটে। মাঝ আকাশে এই সংঘর্ষে হেলিকপ্টার ও উড়োজাহাজটি কয়েক টুকরো হয়ে নদীতে পড়ে যায়।

ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিস প্রধান জন এ ডনলি বলেছেন, ‘আমরা মনে করছি না কেউ বেঁচে আছেন। এখন পর্যন্ত বিমান থেকে ২৭টি এবং হেলিকপ্টার থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

ফায়ার সার্ভিসের প্রধান আরও জানিয়েছেন, বুধবার রাত ৮টা ৪৮ মিনিটের দিকে তারা দুর্ঘটনা সম্পর্কে অবগত হন। ওই সময় তাৎক্ষণিকভাবে যেসব উদ্ধারকারী গিয়েছিলেন তারা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হন। তিনি বলেন, ‘আবহাওয়া খুবই খারাপ ছিল। উদ্ধারকারীরা গিয়ে তীব্র বাতাস, নদীর পানিতে বরফ জমা দেখতে পান। তারা সারারাত এমন পরিস্থিতিতেই কাজ করেছেন।’

নদীর যে স্থানে বিমানটি পড়েছে সেখানে কোমড় সমান পানি। তবে এটি নদীতে টুকরো টুকরো হয়ে উল্টো হয়ে পড়ে। ফলে সংঘর্ষের পরও যদি কেউ বেঁচে থেকে থাকেন, তিনিও হয়ত বিমান উল্টে পড়ার কারণে মারা যান। ভয়াবহ এ দুর্ঘটনায় সবমিলিয়ে ৬৭ জনের মৃত্যু হওয়ার মাধ্যমে ২৪ বছর পর নিজেদের ইতিহাসে বড় বিমান দুর্ঘটনা প্রত্যক্ষ করল যুক্তরাষ্ট্র।

এদিকে দুর্ঘটনার পর পর নিকটবর্তী বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর এটি আবারও চালু করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে সব আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজের সকল আরোহীর মৃত্যৃ ঘটেছে। অপরদিকে হেলিকপ্টারে থাকা তিন সেনাও মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুর্ঘটনাটি ঘটে। মাঝ আকাশে এই সংঘর্ষে হেলিকপ্টার ও উড়োজাহাজটি কয়েক টুকরো হয়ে নদীতে পড়ে যায়।

ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিস প্রধান জন এ ডনলি বলেছেন, ‘আমরা মনে করছি না কেউ বেঁচে আছেন। এখন পর্যন্ত বিমান থেকে ২৭টি এবং হেলিকপ্টার থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

ফায়ার সার্ভিসের প্রধান আরও জানিয়েছেন, বুধবার রাত ৮টা ৪৮ মিনিটের দিকে তারা দুর্ঘটনা সম্পর্কে অবগত হন। ওই সময় তাৎক্ষণিকভাবে যেসব উদ্ধারকারী গিয়েছিলেন তারা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হন। তিনি বলেন, ‘আবহাওয়া খুবই খারাপ ছিল। উদ্ধারকারীরা গিয়ে তীব্র বাতাস, নদীর পানিতে বরফ জমা দেখতে পান। তারা সারারাত এমন পরিস্থিতিতেই কাজ করেছেন।’

নদীর যে স্থানে বিমানটি পড়েছে সেখানে কোমড় সমান পানি। তবে এটি নদীতে টুকরো টুকরো হয়ে উল্টো হয়ে পড়ে। ফলে সংঘর্ষের পরও যদি কেউ বেঁচে থেকে থাকেন, তিনিও হয়ত বিমান উল্টে পড়ার কারণে মারা যান। ভয়াবহ এ দুর্ঘটনায় সবমিলিয়ে ৬৭ জনের মৃত্যু হওয়ার মাধ্যমে ২৪ বছর পর নিজেদের ইতিহাসে বড় বিমান দুর্ঘটনা প্রত্যক্ষ করল যুক্তরাষ্ট্র।

এদিকে দুর্ঘটনার পর পর নিকটবর্তী বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর এটি আবারও চালু করে দেওয়া হয়েছে।