ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যাদের নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে

কদিন আগেই শেষ হলো যুবাদের এশিয়া কাপ। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় জুনিয়র টাইগাররা। এবার প্রথমবারের মত মাঠে গড়াবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এ টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে সুমাইয়া আক্তারের নেতৃত্বে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে গত বছর জাতীয় দলে অভিষেক হয় সুমাইয়ার। তিনি গত বছর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম আসরটি মাঠে গড়াচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। ছয় দলের এই টুর্নামেন্টে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে আরও অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে সুমাইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবারের আসর চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তানের নেপাল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ স্কোয়াড:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা. ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাদের নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কদিন আগেই শেষ হলো যুবাদের এশিয়া কাপ। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় জুনিয়র টাইগাররা। এবার প্রথমবারের মত মাঠে গড়াবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এ টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে সুমাইয়া আক্তারের নেতৃত্বে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে গত বছর জাতীয় দলে অভিষেক হয় সুমাইয়ার। তিনি গত বছর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম আসরটি মাঠে গড়াচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। ছয় দলের এই টুর্নামেন্টে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে আরও অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে সুমাইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবারের আসর চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তানের নেপাল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ স্কোয়াড:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা. ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।