ময়মনসিংহে সদর জাতীয় পার্টির সভাপতি হওয়ায় ইদ্রিস আলীকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের পরাণগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, জাপার দুঃসময়ের রাজপথ যোদ্ধা ইদ্রিস আলীকে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসাবে মনোনীত করায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানানোসহ নবনিযুক্ত সভাপতিকে গণসংবর্ধনা দিয়েছে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮-শে জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলাধীন বোররচর,পরানগঞ্জ,সিরতা ইউনিয়নের চর হাসাদিয়া পুরাতন বাজারে ইউনিয়ন জাতীয় পার্টি, পল্লিমাতা ক্রীড়া পরিষদসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির বিপ্লবী সদস্য সচিব ও পল্লিমাতা রওশন এরশাদ (এমপি) মহোদয়ের স্থানীয় প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ন আহব্বায়ক লাল সাবেক কাউন্সিলর মিয়া লাল্টুসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মী ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক পল্লিমাতা রওশন এরশাদ (এমপি) মহোদয় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কলে সকলের উদ্দেশ্যে বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান এবং উপস্থিত সকলকেই ধন্যবাদ জানান।
বোররচর,পরানগঞ্জ,সিরতা ইউনিয়ন জাতীয় পার্টি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সর্বসাধারণের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানের আয়োজনকারীদের সকলকেই কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে তিনি সদর উপজেলার সভাপতি হিসাবে যেন পল্লিমাতা বেগম রওশন এরশাদের দেওয়া দায়িত্ব সকলকে সাথে নিয়ে সুন্দর সুষ্ঠ এবং সৎ ভাবে পালন করতে পারেন সেজন্য তিনি১১ ইউনিয়নের সকল নেতা কর্মীর অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
পরে পল্লিমাতা রওশন এরশাদ (এমপি) মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে চর হাসাদিয়া পুরাতন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।