ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে রওশনের সুস্থতায় ও এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-কোরআন খতম

আরিফ রববানী , ময়মনসিংহ ||
  • আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জোহর নগরীর ২৬নং ওয়ার্ড
আমলীতলা মধ্যবাড়েরা এলাকাস্থ আলহেরা ইসলামী বিদ্যানিকেতন মাদ্রাসা মিলনায়তনে জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম এর দিকনির্দেশনা মোতাবেক জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল আলী এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল আলী রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান একই সাথে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এরশাদের জন্যও দোয়া চান।

জাপার কৃষক নেতা রুবল আলী বলেন, ‘বাংলাদেশে ইসলাম ও মুসলিম উম্মার খেদমত, উন্নয়ন ও অগ্রগতির ধারক বাহক ছিলেন প্রয়াত নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন, শুক্রবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিলেন।

‘তারই সহধর্মিণী বেগম রওশন এরশাদ আমাদের সদর আসনের এমপি নির্বাচিত হয়ে ময়মনসিংহ কে বিভাগ বাস্তবায়ন,ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করাসহ বহু উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। আমাদের সেই প্রিয়নেত্রী অসুস্থ হয়ে ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছি। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আরিফ রববানী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে রওশনের সুস্থতায় ও এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-কোরআন খতম

আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জোহর নগরীর ২৬নং ওয়ার্ড
আমলীতলা মধ্যবাড়েরা এলাকাস্থ আলহেরা ইসলামী বিদ্যানিকেতন মাদ্রাসা মিলনায়তনে জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম এর দিকনির্দেশনা মোতাবেক জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল আলী এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল আলী রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান একই সাথে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এরশাদের জন্যও দোয়া চান।

জাপার কৃষক নেতা রুবল আলী বলেন, ‘বাংলাদেশে ইসলাম ও মুসলিম উম্মার খেদমত, উন্নয়ন ও অগ্রগতির ধারক বাহক ছিলেন প্রয়াত নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন, শুক্রবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিলেন।

‘তারই সহধর্মিণী বেগম রওশন এরশাদ আমাদের সদর আসনের এমপি নির্বাচিত হয়ে ময়মনসিংহ কে বিভাগ বাস্তবায়ন,ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করাসহ বহু উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। আমাদের সেই প্রিয়নেত্রী অসুস্থ হয়ে ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছি। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আরিফ রববানী।