ময়মনসিংহে ডিবির নবাগত ওসিকেসংবর্ধনা ক্রেস্ট তুলে দিলেন বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন
- আপডেট সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এর নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
সোমবার (৩১ জুলাই ) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) কার্যালয়ে গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনকে এই সংবর্ধনা দেয় বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয় ওসি ফারুক হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক আনোয়ারুল হক, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া পলাশ, আহবায়ক কমিটির সদস্য, আব্দুল মতিন মাসুদ, মোস্তাক হাসান, মোশাররফ হোসেন, সোহানুর রহমান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম, শওকত হোসাইন প্রমূখ।
এর আগে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন এর হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো.ফারুক হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সাংবাদিকরা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।