ময়মনসিংহে কোতোয়ালির সভাপতি, মুক্তাগাছার সেক্রেটারীসহ জামায়াতের ১৯নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোঃ মোজাহিদসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর নতুন বাজার মোড়ে কৃষি ব্যাংকের সামনে রাস্তার উপর,দল ভূক্ত হয়ে উশৃংঙ্খলা সৃষ্টি ও বে-আইনী জনতা বদ্ধে দাঙ্গা সৃষ্টি করাসহ সরকার বিরোধী স্লোগান দিয়া রাস্তায় যান চলাচলের প্রতি বন্ধকতা সৃষ্টি করা সহ যানবাহন ভাংচুর করে নাশকতা মূলক কর্মকান্ড ও অন্তঘার্তিমুলক কাজ করার অপরাধে জামায়াতের এই ১৯ নেতাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ৩১শে জুলাই রাতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত থাকায় আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
ওসি জানান- ময়মনসিংহের নতুন বাজার মোড়ে কৃষি ব্যাংকের সামনে রাস্তার উপর,দল ভূক্ত হয়ে উশৃংঙ্খলা সৃষ্টি ও বে-আইনী জনতা বদ্ধে দাঙ্গা সৃষ্টি করাসহ সরকার বিরোধী স্লোগান দিয়া রাস্তায় যান চলাচলের প্রতি বন্ধকতা সৃষ্টি করা সহ যানবাহন ভাংচুর করে নাশকতা মূলক কর্মকান্ড ও অন্তঘার্তিমুলক কাজ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উশৃংঙ্খলকারীরা দৌড়াইয়া পালিয়ে যায়। এই ঘটনায় গত-২৯/০৭/২০২৩ ইং তারিখ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়। কোতোয়ালী মডেল থানার যার মামলা নং-১০০, তারিখ-২৯/০৭/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড)। সেই প্রেক্ষিতে গত ৩১ জুলাই রাতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানাধীন অভিযান পরিচালনা করিয়া অত্র ঘটনার সহিত জড়িত থাকার অপরাধে জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ (৪৫),
অর্থ বিষয়ক সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬),প্রচার সম্পাদক,হাবিবুল হক শরীফ (৪০),সদস্য
মোঃ মামুনুর রশিদ (৪৫),জামায়েত ইসলাম কোতোয়ালী থানা শাখার সভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম (৫৫),সদস্য মাঃ আবু নাছের সিদ্দিকী (৫২),মোঃ আনোয়ার হোসেন (৫০),জামায়েত ইসলাম গৌরিপুর থানা শাখার সদস্য আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন (৫৫),জামায়েত ইসলাম ফুলপুর থানা শাখার সুরা সদস্য মোঃ আব্দুল কাদের (৫০),জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন (৫১),সদস্য মোঃ ফজলুল হক ওরফে মাহবুব (৩৬) ইউনিয়ন শাখার সেক্রেটারি
মোঃ আমিনুল হক খান (৬৫), তারাকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম (৪০),সদস্য মাওলানা মতিউর রহমান (৫৩),ফুলবাড়িয়া শাখার সদস্য মোঃ আঃ মতিন (৩৫),
ইয়াকুব আলী হুজুর (৪৩),,পাগলা থানা শাখার রুকন সদস্য মাহমুদুল হাসান (৩০),ভালুকা থানা শাখার সদস্য মাওলানা মোবারক হোসাইন (১৯)ধৌবাউড়া থানা শাখার সদস্য মোঃ সাইফুল ইসলাম (৪০)।
পালিয়ে থাকা অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে চলছে বলেও জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।