ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মোহনপুরে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩,আহত ৪

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের মোহনপুর উপজেলার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা উপজেলার আজিবর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫৫)। এদের মধ্যে আজিবর রহমান গরু ব্যবসায়ী। জাহাঙ্গীর হোসেন ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। আর আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী। আহতরা হলেন, ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মজিবর রহমান (৬০) ও একই গ্রামের তৈয়বুর আলী (৪৫), বাগমারা উপজেলার গরু ব্যবসায়ী আনসারুজ্জামান (৮০), একই উপজেলার ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মো. মামুন (৩৫)। মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু বোঝাই করে একটি ভটভটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। আর বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। একপর্যায়ে ভটভটি ও অটোরিকশার মাঝে বাইসাইকেল চালক ঢুকে পড়েন। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন।মোহনপুর থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আপাতত থানায় নেওয়া হয়েছে। তাদের স্বজনরা আসলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে তিন গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরের সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনুপরের বাকশৈল সাকোয়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়। মরদেহ গুলো বর্তমানে থানায় রয়েছে। নিহতদের আত্মীয়-স্বজন আসলে মরদেহ গুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩,আহত ৪

আপডেট সময় : ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের মোহনপুর উপজেলার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা উপজেলার আজিবর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫৫)। এদের মধ্যে আজিবর রহমান গরু ব্যবসায়ী। জাহাঙ্গীর হোসেন ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। আর আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী। আহতরা হলেন, ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মজিবর রহমান (৬০) ও একই গ্রামের তৈয়বুর আলী (৪৫), বাগমারা উপজেলার গরু ব্যবসায়ী আনসারুজ্জামান (৮০), একই উপজেলার ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মো. মামুন (৩৫)। মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু বোঝাই করে একটি ভটভটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। আর বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। একপর্যায়ে ভটভটি ও অটোরিকশার মাঝে বাইসাইকেল চালক ঢুকে পড়েন। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন।মোহনপুর থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আপাতত থানায় নেওয়া হয়েছে। তাদের স্বজনরা আসলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে তিন গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরের সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনুপরের বাকশৈল সাকোয়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়। মরদেহ গুলো বর্তমানে থানায় রয়েছে। নিহতদের আত্মীয়-স্বজন আসলে মরদেহ গুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।