ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে পূর্ব বিরোদের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৬

সুনামগঞ্জ সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ১১:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বানীপুর গ্রামে পূর্ব শত্রুুতার জেরে একটি পরিবারের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন ওই পরিবারের লোকজন। সর্বশেষ দুই দিন আগেও বাড়িতে এসে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের অন্তত ৬জন আহত হয়েছেন। যারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে বাণীপুর গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে থলেরবন্দ গ্রামের গ্রামের নূরুল আমিন গংরা পূর্ব বিরোধের জেরে বাণীপুর গ্রামের নয়হাটির তাদের দাঙ্গাবাজ আতœীয়-স্বজনদের নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মনিরুজ্জামানের আতœীয় বদরুজ্জামান, গোলাপ হোসেন, রাজন মিয়া, উসামা, মেহেদী হাসান, রাসেল মিয়া ও আলম আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে আরো জানান গেছে, গত ১৮ এপ্রিল থলেরবন্দ গ্রামের সাহাব উদ্দিন ও নুর উদ্দিন গংরা অস্ত্র সস্ত্র নিয়ে বানীপুর মনিরুজ্জামানের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বিষয়টি আপোষে নিস্পত্তি করা হলেও থলেরবন্দ নুরুল আমিন গংরা মনিরুজ্জামানসহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর জের ধরে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মনিরুজ্জামান জানান, থলেরবন্দ গ্রামের নুরুল আমিন গংরা আমাদের বাড়িতে এসে রাতে ও সকালে হামলা চালানোর চেষ্টা করেছে। পরে আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা এসে প্রতিহত করেন। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি চ্ছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, বাণীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এই জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনো কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে পূর্ব বিরোদের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৬

আপডেট সময় : ১১:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বানীপুর গ্রামে পূর্ব শত্রুুতার জেরে একটি পরিবারের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন ওই পরিবারের লোকজন। সর্বশেষ দুই দিন আগেও বাড়িতে এসে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের অন্তত ৬জন আহত হয়েছেন। যারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে বাণীপুর গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে থলেরবন্দ গ্রামের গ্রামের নূরুল আমিন গংরা পূর্ব বিরোধের জেরে বাণীপুর গ্রামের নয়হাটির তাদের দাঙ্গাবাজ আতœীয়-স্বজনদের নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মনিরুজ্জামানের আতœীয় বদরুজ্জামান, গোলাপ হোসেন, রাজন মিয়া, উসামা, মেহেদী হাসান, রাসেল মিয়া ও আলম আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে আরো জানান গেছে, গত ১৮ এপ্রিল থলেরবন্দ গ্রামের সাহাব উদ্দিন ও নুর উদ্দিন গংরা অস্ত্র সস্ত্র নিয়ে বানীপুর মনিরুজ্জামানের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বিষয়টি আপোষে নিস্পত্তি করা হলেও থলেরবন্দ নুরুল আমিন গংরা মনিরুজ্জামানসহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর জের ধরে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মনিরুজ্জামান জানান, থলেরবন্দ গ্রামের নুরুল আমিন গংরা আমাদের বাড়িতে এসে রাতে ও সকালে হামলা চালানোর চেষ্টা করেছে। পরে আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা এসে প্রতিহত করেন। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি চ্ছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, বাণীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এই জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনো কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।