ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেসিদের আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:১৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল আসছে বাংলাদেশে। মঙ্গলবার এমনটাই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় মেসিদের বাংলাদেশে আসার বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। কিন্তু দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানায়, বাফুফের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি অনিবার্য কারণে বাতিল করেছে।

ফলে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে মেসিদের বাংলাদেশ সফরের কিছুই জানে না আর্জেন্টিনার গণমাধ্যম। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে বাংলাদেশে আগমন সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পায়নি দেশটির সব গণমাধ্যম।

এই প্রসঙ্গে সার্জিও ল্যাভেন্সকি নামে দেশটির একজন সিনিয়র সাংবাদিক জানান, ‘আফা (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।

তিনি তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, জুনে খেলার জন্য আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। এএফএ লিওনেল স্কালোনির সঙ্গে কোনও সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অন্যকিছু ভাবছে না। এদিকে বাফুফে আর্জেন্টিনার আসা নিয়ে বক্তব্য দিলেও আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশের একটি গণমাধ্যমের সাংবাদিকরা বিষয়টি নিয়ে আর্জেন্টিনার কয়েকজন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।

তারা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের কাছে বাংলাদেশে আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশের আগমন সম্পর্কে বলেন, আফা (আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন) আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেসিদের আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

আপডেট সময় : ১১:১৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল আসছে বাংলাদেশে। মঙ্গলবার এমনটাই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় মেসিদের বাংলাদেশে আসার বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। কিন্তু দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানায়, বাফুফের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি অনিবার্য কারণে বাতিল করেছে।

ফলে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে মেসিদের বাংলাদেশ সফরের কিছুই জানে না আর্জেন্টিনার গণমাধ্যম। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে বাংলাদেশে আগমন সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পায়নি দেশটির সব গণমাধ্যম।

এই প্রসঙ্গে সার্জিও ল্যাভেন্সকি নামে দেশটির একজন সিনিয়র সাংবাদিক জানান, ‘আফা (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।

তিনি তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, জুনে খেলার জন্য আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। এএফএ লিওনেল স্কালোনির সঙ্গে কোনও সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অন্যকিছু ভাবছে না। এদিকে বাফুফে আর্জেন্টিনার আসা নিয়ে বক্তব্য দিলেও আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশের একটি গণমাধ্যমের সাংবাদিকরা বিষয়টি নিয়ে আর্জেন্টিনার কয়েকজন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।

তারা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের কাছে বাংলাদেশে আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশের আগমন সম্পর্কে বলেন, আফা (আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন) আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।