সংবাদ শিরোনাম ::
মিস গ্লোবাল ইউনিভার্সেল ২০২৫ হলেন জেরিন মাহমুদ

দেশের আওয়াজ ডেস্ক :
- আপডেট সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে গৌরবজনক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক জেরিন মাহমুদ। তিনি সম্প্রতি ‘মিস গ্লোবাল ইউনিভার্সেল ২০২৫’ খেতাব অর্জন করেছেন। গত ৭ থেকে ১৩ জুন থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি, যেখানে বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে সেরা নির্বাচিত হন তিনি।
এর আগে জেরিন মাহমুদ ২০২৪ সালে ‘মিস কানাডা ইন্টারন্যাশনাল’ খেতাব অর্জন করেন এবং একই বছর ‘মিস কানাডা গ্লোবাল’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন।
পেশাগত জীবনে জেরিন একজন অভিজ্ঞ আইটি প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে কানাডার একটি সরকারি সংস্থায় কর্মরত।