ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

মিয়ানমারে জান্তার যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মিয়ানমারের কারেন্নি (কায়া) রাজ্যে জান্তা সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে জানিয়েছে, কারেন্নি যোদ্ধারা মঙ্গলবার রাতে হপাসাওং শহরে জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল ‘এফটিসি-২০০০জি’ মডেলের যুদ্ধবিমানটি।

বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল।

কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে বিমানটির ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে, কারেন্নি যোদ্ধারা দুর্ঘটনাস্থলে বিমানটির সামনে আনন্দ উল্লাস করছে এবং চিৎকার করে বলছে ‘এটি কারেন্নি রাজ্যে ঘটেছে, কারেন্নি যোদ্ধাদের ধন্যবাদ!’

মাউই ইরাবতীকে বলেন, তিনি বিশ্বাস করেন বিধ্বস্ত ‘এফটিসি-২০০০জি’ সম্ভবত সেই বিমান, যা নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল।

তিনি বলেন, ‘জান্তা আমাদের ওপর নানা ধরণের জেট বিমান দিয়ে আক্রমণ করছিল, এটি তাদের মধ্যে একটি।’

এদিকে জান্তা সরকারও নিশ্চিত করেছে, তাদের একটি যুদ্ধবিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিখোঁজ হয়েছে। তবে এর জন্য যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়া দায়ী বলে দাবি করেছে তারা বলছে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হবে।

চীনে তৈরি এফটিসি-২০০০জি-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল জান্তা সরকার।

ইরাবতী জানায়, ২০২১ সালে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে রাখাইন, কাচিন, শান, কারেন্নি এবং কারেন রাজ্য এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহী বাহিনীর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ১০টি বিমান হারিয়েছে, যার মধ্যে চারটি যুদ্ধবিমান, পাঁচটি হেলিকপ্টার এবং একটি হেলিকপ্টার গানশিপও রয়েছে।

সবশেষ ১০ জুন সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে, তারা সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় একটি জান্তা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিয়ানমারে জান্তার যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

আপডেট সময় : ১১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মিয়ানমারের কারেন্নি (কায়া) রাজ্যে জান্তা সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে জানিয়েছে, কারেন্নি যোদ্ধারা মঙ্গলবার রাতে হপাসাওং শহরে জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল ‘এফটিসি-২০০০জি’ মডেলের যুদ্ধবিমানটি।

বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল।

কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে বিমানটির ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে, কারেন্নি যোদ্ধারা দুর্ঘটনাস্থলে বিমানটির সামনে আনন্দ উল্লাস করছে এবং চিৎকার করে বলছে ‘এটি কারেন্নি রাজ্যে ঘটেছে, কারেন্নি যোদ্ধাদের ধন্যবাদ!’

মাউই ইরাবতীকে বলেন, তিনি বিশ্বাস করেন বিধ্বস্ত ‘এফটিসি-২০০০জি’ সম্ভবত সেই বিমান, যা নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল।

তিনি বলেন, ‘জান্তা আমাদের ওপর নানা ধরণের জেট বিমান দিয়ে আক্রমণ করছিল, এটি তাদের মধ্যে একটি।’

এদিকে জান্তা সরকারও নিশ্চিত করেছে, তাদের একটি যুদ্ধবিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিখোঁজ হয়েছে। তবে এর জন্য যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়া দায়ী বলে দাবি করেছে তারা বলছে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হবে।

চীনে তৈরি এফটিসি-২০০০জি-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল জান্তা সরকার।

ইরাবতী জানায়, ২০২১ সালে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে রাখাইন, কাচিন, শান, কারেন্নি এবং কারেন রাজ্য এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহী বাহিনীর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ১০টি বিমান হারিয়েছে, যার মধ্যে চারটি যুদ্ধবিমান, পাঁচটি হেলিকপ্টার এবং একটি হেলিকপ্টার গানশিপও রয়েছে।

সবশেষ ১০ জুন সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে, তারা সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় একটি জান্তা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।