মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদ

- আপডেট সময় : ১২:২৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
শ্রীপাট খেতুরী ধাম প্রেমতলী, গোদাগাড়ী রাজশাহীতে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা ও আলোচনা সভায় হামলার নাটক সাজিয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে তিব্র নিন্দা ও প্রতবিাদ জানিয়েছেন গৗরাঙ্গদেব ট্রাষ্ট বোর্ডের ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র পাল।
প্রতিবাদ লিপিতে গোবিন্দ চন্দ্র পাল বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহেসানুল কবীর (টুকু) সন্ত্রাসী বাহীনি নিয়ে র্ধমীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে তা আদৌ সত্য নয়।
আমি গৌরাঙ্গদেব ট্রাষ্ট বোর্ডের ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র পাল খেতুরী ধামে ভক্তরা আসলে কখনও ভক্তদের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করেনি। সংবাদ সম্মেলনে আমাকে ও এহেসানুল কবীর (টুকু) কে জড়িয়ে যে তথ্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ন ষড়যন্তমূলক ও অপপ্রচার। ১৩ জুন খেতুরী ধামে কোন প্রকার মারামারি বা অপ্রিতীকর ঘটনা ঘটেনি।
আমি স্পষ্টভাবে জানতে চায় এহেসানুল কবীর (টুকু) সামাজিক, রাজনৈতিক ভাবে পরিচিত, শান্তিপ্রিয় ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী ব্যক্তি।
তিনি কখনও মারামারি সাম্প্রদায়িকতা বা সহিংসতা কাজে জড়িত ছিলেন না। বরং তিনি এলাকার ও খেতুরধামে শান্তি-শৃংখলা রক্ষায় তার গঠনমূলক ভূমিকা সর্বমহলে প্রশংশিত। উপন্দ্রেনাথ মন্ডল, সহদেব পান্না ও ট্রাষ্টি থেকে বহিস্কৃত সদস্য রতন দাস সহ একটি কু-চক্রি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে এবং ট্রাষ্টের ক্ষতি করার জন্যে ও সম্মান হানির উদ্দেশ্যে এধরণের মিথ্যা ও বিভ্রন্তিকর তথ্য ছড়াচ্ছে।
আমি মিথ্য সংবাদ সম্মেলনের তীব্র প্রদিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে সাংবাদিকদের প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাই করিয়া প্রকৃত সংবাদ প্রকাশ করার জন্যে অনুরোধ করছি।
প্রতিবাদকারী
গোবিন্দ চন্দ্র পাল
ব্যবস্থাপক
শ্রীপাট খেতরী ধাম
প্রেমতলী, গোদাগাড়ী, রাজশাহী।