মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন এ্যানি
- আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্র দুই কংগ্রেসম্যান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে অংশ নেওয়া দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। তাই দলের পক্ষে থেকে এসেছি। যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব বিষয় আমার দলকে জানাবো।
রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা সব সময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। গত কয়েকটি নির্বাচন নিরপেক্ষ হয়নি। এক দলীয় নির্বাচন হয়েছে। আমরা আশাবাদী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ নির্বাচন হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের। বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।
এর আগে, সকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন তারা।
বৈঠকে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওরা (কংগ্রেসম্যানরা) নির্বাচনের কথা বলেছে। আমরা বললাম, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের তাগিদে আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। কারণ আমরা জনগণের সমর্থনে আছি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল।
আগামীকাল সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান।
চার দিনের সফরে শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে একই দিন দুপুরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এসে পৌঁছান ঢাকায়।
সফর শেষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।