ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ট্রাকচাপায় ৭০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সড়ক-দুর্ঘটনা কমাতে সদর সার্কেল হেলেনার অভিযান মোহনপুরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা নারায়ণগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা জলবিদ্যুৎ ভাগাভাগিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির প্রস্তাব ড. ইউনূসের সেনাপ্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় অলংকার বোঝাই ট্রাক জব্দ, চালক আটক

মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন এ্যানি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্র দুই কংগ্রেসম্যান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে অংশ নেওয়া দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। তাই দলের পক্ষে থেকে এসেছি। যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব বিষয় আমার দলকে জানাবো।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা সব সময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। গত কয়েকটি নির্বাচন নিরপেক্ষ হয়নি। এক দলীয় নির্বাচন হয়েছে। আমরা আশাবাদী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ নির্বাচন হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের। বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।

এর আগে, সকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন তারা।

বৈঠকে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওরা (কংগ্রেসম্যানরা) নির্বাচনের কথা বলেছে। আমরা বললাম, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের তাগিদে আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। কারণ আমরা জনগণের সমর্থনে আছি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল।

আগামীকাল সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান।

চার দিনের সফরে শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে একই দিন দুপুরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এসে পৌঁছান ঢাকায়।

সফর শেষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন এ্যানি

আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্র দুই কংগ্রেসম্যান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে অংশ নেওয়া দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। তাই দলের পক্ষে থেকে এসেছি। যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব বিষয় আমার দলকে জানাবো।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা সব সময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। গত কয়েকটি নির্বাচন নিরপেক্ষ হয়নি। এক দলীয় নির্বাচন হয়েছে। আমরা আশাবাদী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ নির্বাচন হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের। বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।

এর আগে, সকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন তারা।

বৈঠকে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওরা (কংগ্রেসম্যানরা) নির্বাচনের কথা বলেছে। আমরা বললাম, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের তাগিদে আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। কারণ আমরা জনগণের সমর্থনে আছি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল।

আগামীকাল সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান।

চার দিনের সফরে শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে একই দিন দুপুরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এসে পৌঁছান ঢাকায়।

সফর শেষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।