সংবাদ শিরোনাম ::
মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক উইলিয়াম ফ্রিডকিন
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
মারা গেলেন অস্কারজয়ী মার্কিন পরিচালক উইলিয়াম ফ্রিডকিন। সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ফ্রিডকিনের স্ত্রী শেরি ল্যান্সিং বিবিসিকে বলেন, ‘নিউমোনিয়ায় মারা গেছেন ফ্রিডকিন। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্বামী ও বাবা। তার একটি বড় বিস্ময়কর জীবন ছিল। কোনো স্বপ্ন অপূর্ণ ছিল না।’
২০১১ সালে মুক্তি পায় ফ্রিডকিনের সিনেমা ‘কিলার জো’। তার পরিচালিত নতুন সিনেমা ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’ চলতি বছর ভেনিস উৎসবে প্রিমিয়ার হবে। তার আগেই চলে গেলেন ফ্রিডকিন।
চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও টিভি সিরিজের জন্য ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন ফ্রিডকিন।