ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সীমান্তে উদ্বেগের কারণ নেই’

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি আশ্বস্ত করেছেন, ‘সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

বৃহস্পতিবার (২২ মে) কক্সবাজারে সাংবাদিকদের এক কর্মশালায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ-প্রেস সচিব বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। রোহিঙ্গা ইস্যু, মাদক ও মানব পাচার চোরাচালানসহ বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মোকাবিলা করেন।’

দিনব্যাপী শহরের লাবণী পয়েন্টের হোটেল সীগালের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে এবং এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

এসময় প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআই’র পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূরসহ অন্যরা।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ এবং ফ্যাক্ট চেকিং, প্রান্তিক ও সীমান্ত অঞ্চলে সাংবাদিকতার উপর আলোকপাত করা হয়। সেখানে কক্সবাজারে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সীমান্তে উদ্বেগের কারণ নেই’

আপডেট সময় : ১১:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি আশ্বস্ত করেছেন, ‘সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

বৃহস্পতিবার (২২ মে) কক্সবাজারে সাংবাদিকদের এক কর্মশালায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ-প্রেস সচিব বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। রোহিঙ্গা ইস্যু, মাদক ও মানব পাচার চোরাচালানসহ বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মোকাবিলা করেন।’

দিনব্যাপী শহরের লাবণী পয়েন্টের হোটেল সীগালের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে এবং এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

এসময় প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআই’র পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূরসহ অন্যরা।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ এবং ফ্যাক্ট চেকিং, প্রান্তিক ও সীমান্ত অঞ্চলে সাংবাদিকতার উপর আলোকপাত করা হয়। সেখানে কক্সবাজারে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।