সংবাদ শিরোনাম ::
মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ থেকে ইসরাফিল হোসেন (৩৫) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার শ্যামনগরে বংশীপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার ছেলে।
স্থানীয় মুসল্লিরা জানান, মাগরিবের নামাজ শেষে তারা মসজিদ থেকে বাড়িতে চলে যান। পরে এশার নামাজ পড়তে মসজিদে এসে দেখেন ইমামের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কি কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, সে সম্পর্কে এখনও জানা যায়নি।