ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে ৭০ মোটরসাইকেল আটক করলো যৌথবাহিনী

ময়মনসিংহ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ৭০টি মোটরসাইকেল নিয়ে শোডাউনের প্রস্তুতি নেন বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবারের (১৮ জানুয়ারি) হরতালের প্রস্তুতি হিসেবে তারা নাশকতা করবেন এ ধরনের সন্দেহে মোটরসাইকেলগুলো আটকায় যৌথবাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করা হয়। এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকাসহ কয়েকটি অপরাধে ৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে শহরের জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রাত-দিন কাজ করছে। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার (১৮ জানুয়ারি) হরতাল পালন না করতে পারলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক রয়েছে। এরই মধ্যে বিকেলে হঠাৎ ৭০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে জিলা স্কুল মাঠে জড়ো হয় অনেকে।

ওসি বলেন, তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করছে এ ধরনের সন্দেহে মোটরসাইকেলগুলো আটকায় যৌথবাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলোর কাগজপত্র চেক করা হয়। এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকাসহ কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর মধ্যে ৪৫টির কোনো কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগে রেখে দিয়ে ২৫টি গাড়ি তাদের মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মোটরসাইকেল শোডাউন যারা বের করেছিল, তারা সবাই বিভিন্ন স্কুল-কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেও জানিয়েছেন ওসি মো. সফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে ৭০ মোটরসাইকেল আটক করলো যৌথবাহিনী

আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ময়মনসিংহে ৭০টি মোটরসাইকেল নিয়ে শোডাউনের প্রস্তুতি নেন বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবারের (১৮ জানুয়ারি) হরতালের প্রস্তুতি হিসেবে তারা নাশকতা করবেন এ ধরনের সন্দেহে মোটরসাইকেলগুলো আটকায় যৌথবাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করা হয়। এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকাসহ কয়েকটি অপরাধে ৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে শহরের জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রাত-দিন কাজ করছে। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার (১৮ জানুয়ারি) হরতাল পালন না করতে পারলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক রয়েছে। এরই মধ্যে বিকেলে হঠাৎ ৭০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে জিলা স্কুল মাঠে জড়ো হয় অনেকে।

ওসি বলেন, তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করছে এ ধরনের সন্দেহে মোটরসাইকেলগুলো আটকায় যৌথবাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলোর কাগজপত্র চেক করা হয়। এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকাসহ কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর মধ্যে ৪৫টির কোনো কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগে রেখে দিয়ে ২৫টি গাড়ি তাদের মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মোটরসাইকেল শোডাউন যারা বের করেছিল, তারা সবাই বিভিন্ন স্কুল-কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেও জানিয়েছেন ওসি মো. সফিকুল ইসলাম।