সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে মদসহ গ্রেফতার কারবারি কারাগারে
আরিফ রববানী,ময়মনসিংহ:
- আপডেট সময় : ০৬:০০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ডিবির অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিপন হোসেন (২৭)।
সে জেলার ফুলপুর উপজেলার চকনাপাড়া গ্রাামের ইলিয়াস উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যার পর জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয় শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক কারবারি রিপন বিপুল পরিমাণ মদ নিয়ে শম্ভুগঞ্জ-পাটগুদাম ব্রিজ মোড় সড়কের টোল বক্স্রের পাশের রাস্তায় বেচাকেনা করতে এসেছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ রিপনকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলাম এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার বিকেলে রিপনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।