ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুশী ক্রেতারা

ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং

আরিফ রববানী,ময়মনসিংহ:
  • আপডেট সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং সহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কর্মকর্তারা নেমে এসেছেন রাস্তায়। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন ময়মনসিংহ সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছেন এসিল্যান্ড।

বুধবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তিনি। নগরীর কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখেন এসিল্যান্ড। এসময় তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন। এসময় সহকারী কমিশনার ভূমি বাজারের সব বিক্রেতাকে দ্রব্যাদি বিক্রয়ের নামে অতিরিক্ত মুল্য বা ক্রেতাদের সাথে পণ্য বিক্রির নামে যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাটসহ সব কিছুতেই পর্যবেক্ষণ করেন এসিল্যান্ড আসাদুজ্জামান রনি।
এ বিষয়ে এসিল্যান্ড আসাদুজ্জামান রনি জানান, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদের জানিয়েছেন উনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।
তিনি আরও বলেন, মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি। আমরা তাদের বলেছি কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায়। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এসম উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড আসাদুজ্জামান রনি, পৌর ভূমি অফিসে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসে নাজির ফারুক হোসেন, ফকরুল হাসানসহ সকল স্টাফ। এদিকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার পরিদর্শন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা মাঝে মাঝে বাজার মনিটরিং করে দ্রব্য-পণ্য সামগ্রীর মুল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুশী ক্রেতারা

ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং

আপডেট সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং সহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কর্মকর্তারা নেমে এসেছেন রাস্তায়। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন ময়মনসিংহ সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছেন এসিল্যান্ড।

বুধবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তিনি। নগরীর কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখেন এসিল্যান্ড। এসময় তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন। এসময় সহকারী কমিশনার ভূমি বাজারের সব বিক্রেতাকে দ্রব্যাদি বিক্রয়ের নামে অতিরিক্ত মুল্য বা ক্রেতাদের সাথে পণ্য বিক্রির নামে যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাটসহ সব কিছুতেই পর্যবেক্ষণ করেন এসিল্যান্ড আসাদুজ্জামান রনি।
এ বিষয়ে এসিল্যান্ড আসাদুজ্জামান রনি জানান, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদের জানিয়েছেন উনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।
তিনি আরও বলেন, মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি। আমরা তাদের বলেছি কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায়। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এসম উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড আসাদুজ্জামান রনি, পৌর ভূমি অফিসে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসে নাজির ফারুক হোসেন, ফকরুল হাসানসহ সকল স্টাফ। এদিকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার পরিদর্শন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা মাঝে মাঝে বাজার মনিটরিং করে দ্রব্য-পণ্য সামগ্রীর মুল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।