বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়া যাবে না। কোনো সুযোগ নেই। ভোট চোরদের তালিকা করা হচ্ছে, ভোট চোরদের চিহ্নিত করা হচ্ছে। এবার ভোট চোরদের বিরুদ্ধে দেশের ভেতরে বাহিরে স্যাংশন আসবে। পালিয়ে যাবার কোনো সুযোগ নেই।
রোববার (০৯ এপ্রিল) রাজধানীর দারুসসালামস্থ এসএ খালেকের বাসভবনে ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আমীর খসরু বলেন, রাজপথে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ফয়সালা করে আওয়ামী সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে। গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। কিছুদিন আগে সাংবাদিক শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিল তিনি সংবাদে মানুষের পেটে ভাত নাই লিখেছেন। অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ছিল।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাউথ এশিয়ান ইকোনমিক ফোরাম নামে এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে যেটি চলছে, এটিকে বলে দূর্ভিক্ষ। এরচেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না। সাংবাদিককে তুলে নিয়ে প্রমাণ করেছে তারা কত কঠিন সময় পার করছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের কথা বলে তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে। সংবিধান কি? এই যে শামসুজ্জামান কে নিয়ে গেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? এই যে কিছু দিন আগে মহিলাকে তুলে নিয়ে গেছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? সারাদেশে গায়েবি মামলা দিয়েছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? আপনারা যে সারাদেশে হাজার হাজার মানুষ গুম খুন হত্যা করছেন, এগুলো কি সংবিধান লঙ্ঘন নয়? ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন, এগুলো কি সংবিধান লঙ্ঘন নয়? আপনারা যে চুরি করে ক্ষমতা দখল করে রেখেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? সংবিধান কি বলে?
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীকে সালাম ও ঈদের শুভেচ্ছা জানান।
দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, মহিলা দলের সুলতানা আহম্মেদ, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।