ভুল সেটে এইচএসসি পরীক্ষা, ২ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার চিঠিতেও ভুল

- আপডেট সময় : ০২:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২২ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আর কেন্দ্র সভাপতি তাদের দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ। তবে পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে জারিকৃত পানি/পিএ-১০৬৪ নং স্মারকের বোর্ডের দেওয়া চিঠিতেও ভুল পরিলক্ষিত হয়েছে।
রোববার (২৯ জুন) উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ৪৪২ জন পরীক্ষার্থী ভুল সেট কোডে পরীক্ষা দেন। আর এ ঘটনায় ওই দিনই যশোর শিক্ষা বোর্ড দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে দায়িত্বে অবহেলা ও উদাসীনতার অভিযোগে অব্যাহতি দিয়ে চিঠি ইস্যু করেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। আর অনুলিপি পাঠানো হয় নড়াইল জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ও যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিবকে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারিকৃত চিঠিতে বলা হয়, নড়াইল জেলার লক্ষীপাশা উপজেলাধীন লোহাগড়া-৪১৮ (লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ) কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কাজল কুমার বিশ্বাস এবং ঐ কেন্দ্রের ট্যাগ অফিসার ২৯ জুন ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত বাংলা ২য় (১০২) পত্র (সৃজনশীল) এইচএসসি পরীক্ষায় সেট কোড ‘০২’ এর স্থলে সেট কোড ‘০৪’ ব্যবহার করে পরীক্ষা গ্রহণ করেছেন। ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণ করা দায়িত্বে চরম অবহেলা ও উদাসীনতা বলে বোর্ড কর্তৃপক্ষ মনে করে।
চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় ওই কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ট্যাগ অফিসারকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।