ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজারে ইউএনও

ময়মনসিংহ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করছে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং টিম। এমনকি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বাজার মুলা যাচাই করতে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিজেই বাজার তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে এর ধারাবাহিকতায় রবিবার (২রা মার্চ) বিকালে উপজেলার ভালুকা এবং সীডস্টোর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।অভিযানে তিনি শহরের বড় পাইকারি বাজার-পার্কবাজার পরিদর্শন করেন তিনি।
এ সময় চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মসলা জাতীয় পণ্য, ফলের দোকান পরিদর্শন করেন।

অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান- মেবাইল কোর্ট পরিচালনাকালে
দোকানে দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলকভাবে হালনাগাদ করানো হয় এবং কিছু পণ্য যেমন ব্রয়লার মুরগী, ডাল, শশা, লেবু ইত্যাদির মূল্য ক্রয়ের রশিদ যাচাই করে তাতক্ষণিকভাবে কমিয়ে মূল্য তালিকা হালনাগাদ করা হয়। এ সময় দুইজনকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।রমজানে নিয়মিত এই তদারকি কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরো জানান-একই সময়ে সহকারী কমিশনার ভূমি এর শহরের ভিন্ন পাঁচটি বাজারে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা’সহ সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে পন্যদ্রব্য মজুদ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজানের সুগভীর তাৎপর্য অন্তরে ধারণ করে হিংসা, বিদ্বেষ, লোভ ও ভোগবিলাস পরিহার করে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধির এ মাসে অনৈতিক উপায়ে অধিক মুনাফা অর্জনের পথ পরিহার করতে উদ্বুদ্ধকরণ, মজুতদারদের রমজান মাসের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাইকারী ও খুচরা পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়ীগণ বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনকরণ, হোটেল/রেস্তোরাঁগুলোতে পঁচা, বাসি, ভেজাল খাদ্যদ্রব্য পরিবেশন ও বিক্রি করা থেকে বিরতকরণ, শাক সবজি, ফল, মাছসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রিজারভেটিভ, ক্ষতিকর রং ও ফরমালিন ব্যবহার প্রতিরোধকরণে এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে যাতেকোন অসৎ ব্যবসায়ীরা অধিক মুনাফা করতে না পারে সেজন্য জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমাদের এই কার্যক্রম চলছে। জনস্বার্থে পুরো রমজান মাসেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট মাঠে থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানানো হয়েছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভালুকায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজারে ইউএনও

আপডেট সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

ময়মনসিংহের উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করছে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং টিম। এমনকি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বাজার মুলা যাচাই করতে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিজেই বাজার তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে এর ধারাবাহিকতায় রবিবার (২রা মার্চ) বিকালে উপজেলার ভালুকা এবং সীডস্টোর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।অভিযানে তিনি শহরের বড় পাইকারি বাজার-পার্কবাজার পরিদর্শন করেন তিনি।
এ সময় চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মসলা জাতীয় পণ্য, ফলের দোকান পরিদর্শন করেন।

অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান- মেবাইল কোর্ট পরিচালনাকালে
দোকানে দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলকভাবে হালনাগাদ করানো হয় এবং কিছু পণ্য যেমন ব্রয়লার মুরগী, ডাল, শশা, লেবু ইত্যাদির মূল্য ক্রয়ের রশিদ যাচাই করে তাতক্ষণিকভাবে কমিয়ে মূল্য তালিকা হালনাগাদ করা হয়। এ সময় দুইজনকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।রমজানে নিয়মিত এই তদারকি কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরো জানান-একই সময়ে সহকারী কমিশনার ভূমি এর শহরের ভিন্ন পাঁচটি বাজারে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা’সহ সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে পন্যদ্রব্য মজুদ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজানের সুগভীর তাৎপর্য অন্তরে ধারণ করে হিংসা, বিদ্বেষ, লোভ ও ভোগবিলাস পরিহার করে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধির এ মাসে অনৈতিক উপায়ে অধিক মুনাফা অর্জনের পথ পরিহার করতে উদ্বুদ্ধকরণ, মজুতদারদের রমজান মাসের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাইকারী ও খুচরা পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়ীগণ বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনকরণ, হোটেল/রেস্তোরাঁগুলোতে পঁচা, বাসি, ভেজাল খাদ্যদ্রব্য পরিবেশন ও বিক্রি করা থেকে বিরতকরণ, শাক সবজি, ফল, মাছসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রিজারভেটিভ, ক্ষতিকর রং ও ফরমালিন ব্যবহার প্রতিরোধকরণে এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে যাতেকোন অসৎ ব্যবসায়ীরা অধিক মুনাফা করতে না পারে সেজন্য জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমাদের এই কার্যক্রম চলছে। জনস্বার্থে পুরো রমজান মাসেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট মাঠে থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানানো হয়েছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।