ভালুকায় ব্যাটারি তৈরির কারখানাকে সাত লাখ টাকা জরিমানা

- আপডেট সময় : ১২:৩০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (EXT)নামে দুটি ব্যাটারি তৈরির কারখানায় পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে নগদ ৭ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাগুলোকে সি*ল*গা*লা” করা হয়।
সোমবার (২ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা ও ভালুকা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় পরিবেশ অধিদফতর
ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান,দীর্ঘ দিন ধরে কারখানা দুটি পুরাতন ব্যাটারী আ’গু’নে জ্বা’লি’য়ে অ’বৈ’ধ সিসা তৈরি আসছিলো। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড– ২ লক্ষ টাকা জরিমানা এবং পরিবেশগত ছাড়পত্রের সকল শর্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় এবং
ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (EXT)– ৫ লক্ষ টাকা জ’রি’মা’না ধার্য ও আদায় করার পাশাপাশি কারখানা সকল কার্যক্রম ব’ন্ধ ঘোষণা করা হয়। এর আগেও কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এবারের অভিযানে ওই কারখানাগুলোতে ইটিপি এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, ইটিপি এবং এটিপি না থাকার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (গ) ধারায় ৭ লাখ টাকা নগদ জরিমানা ধার্য করে তা নগদে আদায় করা হয়েছে এবং কারখানাগুলোকে সি*ল*গা*লা” করা হয়েছে। একই সাথে অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।