ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পারেন না, তাই এই সিক্রেট শখ মেটাতে বিদেশ যান সোনাক্ষী!

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

বহু দিন গোপনে গোপনে প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাঁদের বিয়ের বয়স এখন মোটে আট মাস। ইতিমধ্যেই প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির।

বহু দিন গোপনে গোপনে প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাঁদের বিয়ের বয়স এখন মোটে আট মাস। ইতিমধ্যেই প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির। সুখের সংসারও চলছে। ঠিক এরই মাঝে দাম্পত্য নিয়ে নতুন বোমা ফাটালেন সোনাক্ষী। টুক করে ফাঁস করে দিলেন, তাঁর গোপন একটা শখের কথা। তবে হ্য়াঁ, সঙ্গে জানিয়ে দিলেন এই শখপূরণ, সোনাক্ষী ভারতে কখনই করতে পারেন না। তবে জাহিরকে নিয়ে বিদেশে ঘুরতে গেলেই সোনাক্ষী এটা করবেনই। জাহিরের নাকি হাজার বারণও শোনেন না সোনাক্ষী সিনহা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোটা বলেছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর কথায়, আসলে আমার শরীরে প্রচুর মেদ। বহুবার তা নিয়ে বডি শেমিংয়ের মুখেও পড়েছি। তাই আমি জানি ভারতের কোনও সুইমিং পুলে আমি সুইম স্যুট পরে যদি সাঁতার কাটি, তাহলে আমার ছবি ভাইরাল হবে এবং ট্রোল হবে। তবে বিদেশে এই ভয় নেই।

সোনাক্ষী আরও বলেন, জাহিরকে অবশ্য আমার এই কাণ্ড সহ্য করতে হয়। কেননা, আমি সুইম স্যুট পরে একবার পুলে নামলে আর উঠতে চাই না। আর জাহির, চুপচাপ তা সহ্য করে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পারেন না, তাই এই সিক্রেট শখ মেটাতে বিদেশ যান সোনাক্ষী!

আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

বহু দিন গোপনে গোপনে প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাঁদের বিয়ের বয়স এখন মোটে আট মাস। ইতিমধ্যেই প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির।

বহু দিন গোপনে গোপনে প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাঁদের বিয়ের বয়স এখন মোটে আট মাস। ইতিমধ্যেই প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির। সুখের সংসারও চলছে। ঠিক এরই মাঝে দাম্পত্য নিয়ে নতুন বোমা ফাটালেন সোনাক্ষী। টুক করে ফাঁস করে দিলেন, তাঁর গোপন একটা শখের কথা। তবে হ্য়াঁ, সঙ্গে জানিয়ে দিলেন এই শখপূরণ, সোনাক্ষী ভারতে কখনই করতে পারেন না। তবে জাহিরকে নিয়ে বিদেশে ঘুরতে গেলেই সোনাক্ষী এটা করবেনই। জাহিরের নাকি হাজার বারণও শোনেন না সোনাক্ষী সিনহা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোটা বলেছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর কথায়, আসলে আমার শরীরে প্রচুর মেদ। বহুবার তা নিয়ে বডি শেমিংয়ের মুখেও পড়েছি। তাই আমি জানি ভারতের কোনও সুইমিং পুলে আমি সুইম স্যুট পরে যদি সাঁতার কাটি, তাহলে আমার ছবি ভাইরাল হবে এবং ট্রোল হবে। তবে বিদেশে এই ভয় নেই।

সোনাক্ষী আরও বলেন, জাহিরকে অবশ্য আমার এই কাণ্ড সহ্য করতে হয়। কেননা, আমি সুইম স্যুট পরে একবার পুলে নামলে আর উঠতে চাই না। আর জাহির, চুপচাপ তা সহ্য করে যায়।