ভারতে আটক জেলে-নাবিকদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্র সচিব
![](https://desherawaj.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপে আটক ৭৯ জন বাংলাদেশি জেলে-নাবিককে ফিরিয়ে আনতে সরকার আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে শিগগিরই তাদের ফেরত আনা যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার আসন্ন সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এক দশক পর ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন রামোস হোর্তা।
আটক জেলে ও নাবিকদের ফেরত আনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এ নিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশি যারা আটক রয়েছেন, তাদের ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে শিগগিরই ফেরত আনতে পারা যাবে।
গত সোমবার দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরার দুটি জাহাজ ৭৮ নাবিকসহ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। একদিন পর ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে জেলে ও নাবিকদের হাঁটু গেড়ে মাথার পেছনে হাত দিয়ে আসামিদের মতো বসে থাকতে দেখা যায়।
ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত বুধবার কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আইএমবিএলের কাছ থেকে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ ট্রলারসহ জেলেদের আটক করা হয়। তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে আসার পর আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড, পুলিশের অপরাধ এবং গোয়েন্দা শাখা জিজ্ঞাসাবাদ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, তাকে ফেরানোর বিষয়টি আন্তঃমন্ত্রণালয়ের ইস্যু। উচ্চপর্যায়ের নির্দেশনা পেলে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।