ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

ভারতের মুম্বাইয়ে আজ সোমবার একটি দুঃখজনক ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রীর ভিড়ের কারণে অনেকেই ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করছিলেন। এ সময় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ হারান তারা।

মহারাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিবা ও কোপার রেলওয়ে স্টেশনের মাঝামাঝি একটি স্থানে দুর্ঘটনাটি ঘটে। ৮ থেকে ১২ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তবে ইন্ডিয়া টুডে জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হলেও এখন পর্যন্ত কারও পরিচয় জানা যায়নি।

রেলের মুখপাত্র জানিয়েছেন, দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে কয়েকজন যাত্রী পড়ে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির একটি কামরায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যাত্রী ওঠায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ে যাওয়া যাত্রীদের মধ্যে এক নারীও ছিলেন।

এদিকে সোমবারই রেলওয়ে বোর্ড ঘোষণা করেছে, মুম্বাই শহরতলির রেলব্যবস্থায় ব্যবহৃত সমস্ত রেকে স্বয়ংক্রিয় দরজা যুক্ত করা হবে। বিদ্যমান রেকগুলোকেও পুনঃনকশা করে দরজা বন্ধ রাখার প্রযুক্তি সংযোজন করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

ভারতের মুম্বাইয়ে আজ সোমবার একটি দুঃখজনক ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রীর ভিড়ের কারণে অনেকেই ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করছিলেন। এ সময় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ হারান তারা।

মহারাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিবা ও কোপার রেলওয়ে স্টেশনের মাঝামাঝি একটি স্থানে দুর্ঘটনাটি ঘটে। ৮ থেকে ১২ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তবে ইন্ডিয়া টুডে জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হলেও এখন পর্যন্ত কারও পরিচয় জানা যায়নি।

রেলের মুখপাত্র জানিয়েছেন, দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে কয়েকজন যাত্রী পড়ে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির একটি কামরায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যাত্রী ওঠায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ে যাওয়া যাত্রীদের মধ্যে এক নারীও ছিলেন।

এদিকে সোমবারই রেলওয়ে বোর্ড ঘোষণা করেছে, মুম্বাই শহরতলির রেলব্যবস্থায় ব্যবহৃত সমস্ত রেকে স্বয়ংক্রিয় দরজা যুক্ত করা হবে। বিদ্যমান রেকগুলোকেও পুনঃনকশা করে দরজা বন্ধ রাখার প্রযুক্তি সংযোজন করা হবে বলে জানানো হয়েছে।