• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ভালো বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জেনারেল প্যাট রাইডার। রাশিয়ার ইউক্রেনে আক্রমণের বার্ষিকীতে সংবাদ সম্মেলনে রাইডার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত একটি ভাল অংশীদারিত্ব উপভোগ করছে। আমরা ভারতীয় সামরিক বাহিনীর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন ও বৃদ্ধি অব্যাহত রাখার জন্য উন্মুখ।’

রাইডার বলেন, ‘স্বাধীনতা, নিয়ম এবং সার্বভৌমত্বে বিশ্বাসী সকলের জন্য ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার একটি সুযোগ। আমি মনে করি যে, রাশিয়ার যুদ্ধের প্রভাব ইউক্রেনের বাইরেও প্রসারিত।’

মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘আমাদের আন্তর্জাতিক মিত্র এবং অংশীদারদের পাশাপাশি, আমরা ইউক্রেনের জনগণকে রক্ষা করতে এবং তাদের সার্বভৌম ভূখণ্ড ফেরাতে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন লাগবে আমরা ইউক্রেনের পাশে থাকব।’

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শুক্রবার রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারতের অবস্থান সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এই অঞ্চলের জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক জোর দিয়েছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে না যে ভারত শিগগিরই রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছে এবং আশা করে যে ভারত ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার ওপর তার প্রভাব ব্যবহার করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ভারত, কাজাখস্তান এবং উজবেকিস্তানে আসন্ন ভ্রমণের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় শীর্ষ মার্কিন কর্মকর্তা এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়া-ইউক্রেনের বিষয়ে ভোটদানে বিরত ছিল ভারত। এ বিষয়ে লু বলেন, এটা আমাদের কাছে স্পষ্ট যে মধ্য এশিয়া এবং ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘ ও জটিল সম্পর্ক রয়েছে।’

সূত্র: এএনআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ