ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আটক ৮

- আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (০৯ মার্চ ) সকাল পৌনে ৯টার দিকে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী বিল্লাল মিয়া অভিযোগ করে বলেন, সকালে ভোট শুরুর কিছুণ আগে তিনি নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী আরেক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক, জেলা যুবলীগের এক নেতার নেতৃত্বে কয়েকজন তাঁকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, ভোটকেন্দ্রের বাইরে এক প্রার্থীর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার মারা যান। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৩৮৪ জন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।