ব্যাংকিং লেনদেনে সৃষ্ট নানা জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নিকট স্মারক লিপি প্রদান

- আপডেট সময় : ০৮:২৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বানিজ্যিক ব্যাংক গুলো ব্যবসায়ীদের নিকট থেকে ছোট নোট না নেওয়া এবং ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সৃষ্ট নানা জটিলতা নিরসনের লক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নিকট স্মারক লিপি প্রদান করেছেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার নির্বাহী পরিচালক এর নিকট এ স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি নির্বাহী পরিচালকের পক্ষে উনার পি.এ. গ্রহন করেন। স্মারক লিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন রাজশাহীর ব্যবসা বাণিজ্য ছাত্র ছাত্রী নির্ভর এবং এই শহরে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের সংখ্যা বেশী ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ছোট নোটগুলোর আমদানি বেশি। কিন্তু রাজশাহীর বাণিজ্যিক ব্যাংকগুলো ২, ৫, ১০ ও ২০ টাকার নোট জমা নিচ্ছে না। সেই সাথে ব্যবসায়ীদের সাথে অপেশাদারি আচরণ করছে এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতি গ্রস্থ হচ্ছে। ফলে ব্যবসায়ীদের জোর দাবী অবিলম্বে বাংলাদেশ সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হোক তা না হলে ব্যবসায়ীরা আন্দোলন কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হবে। স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মামুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, আর.ডি.এ মার্কেটের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, বেনেতী ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মোঃ মাহাবুব আলম, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনোয়ার সুলতান মানু সহ বিভিন্ন মার্কেট ও বাজারের নেতৃবৃন্দ।